না ফেরার দেশে ডা. জ্যোতিষ কান্তি সামন্ত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১২:১২ অপরাহ্ণসুনামগঞ্জ শহরের সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক ডা. জ্যোতিষ কান্তি সামন্ত (৯০)না ফেরার দেশে চলে গেছেন। ২৭ জুন শুক্রবার দুপুর বেলা দেড়টায় নতুনপাড়াস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত রোগে ভোগে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মৃত ডা. জ্যোতিষ কান্তি সামন্ত এর সন্তান
উৎপল সামন্ত তার পিতার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন।
এদিকে শহরের সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসকের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন।
তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।