বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেটের মানববন্ধন ও সমাবেশ শনিবার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১২:১৫ অপরাহ্ণবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও তার অঙ্গসংগঠনসমূহের ডাকে ঢাকার খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দির রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে মব তৈরি করে সেলুন মালিক বাবা ও ছেলেকে পিটিয়ে পুলিশে সোপর্দ, প্রশাসনে সংখ্যালঘু কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত প্রতিশোধমূলক আচরণসহ চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শনিবার (২৮ জুন) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এবং জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক লাল দে।