সিলেটে পূণ্যার্থীদের মধ্যে ছাত্র ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিশুদ্ধ খাবার জল বিতরণ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১২:১৮ অপরাহ্ণবাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সার্বিক সহযোগিতায় রথযাত্রা মহোৎসবে আগত পূণ্যার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার জল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার নগরীর রিকাবীবাজারসহ বিভিন্ন পয়েন্টে রথযাত্রা মহোৎসবে আগত পূণ্যার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার জলের বোতল তুলে দেন ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। জল বিতরণ কাজ আরম্ভের পূর্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, রথযাত্রা মহোৎসবে আগত পূণ্যার্থীদের কষ্ট লাঘবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। পুণ্যার্থীদের মধ্যে জল বিতরণ একটি গুরুত্বপূর্ণ সেবামূলক কাজ। এসকল সেবামূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছায় এবং মানুষকে আরও বেশি মানবিক হতে উৎসাহিত করে।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি হিমেল তালুকদার রাবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীজীব দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, দপ্তর সম্পাদক শ্যামল কপালি ৯নং ওয়ার্ড কমিটির উপদেষ্টা গোপাল দত্ত, সভাপতি বিকাশ আচার্য্য, বিশ^নাথ উপজেলার সহ-সভাপতি সমর দাস, মহানগর ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রদ্যুৎ দাস ও দেবাশীষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুগ্ধ দাস মিঠুন, পার্থিব বৈদ্য ও স্বচ্ছ পাল, দপ্তর সম্পাদক জীবন রায় চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক রকি দেব, ছাত্রী বিষয়ক সম্পাদক দিপা দাস, ক্রীড়া সম্পাদক বিশাল পাল, কোতোয়ালি থানা সভাপতি অচিন্ত্য নারায়ণ, সাধারণ সম্পাদক অর্ক কপালি, এয়ারপোর্ট থানার সাবেক আহবায়ক টিটু ভৌমিক, সহ-সভাপতি প্রীতম দাস, ধর্ম বিষয়ক সম্পাদক নারায়ণ গোস্বামী, দপ্তর সম্পাদক আকাশ বৈষ্ণব, প্রচার সম্পাদক অপু বৈষ্ণব প্রমুখ।