গণতন্ত্র ছাড়া সমৃদ্ধ সমাজ সম্ভব নয়: ইমদাদ চৌধুরী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১২:৩০ অপরাহ্ণসিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও দেশবাসীর দুঃখ-দুর্দশার কথা গভীরভাবে অনুধাবন করছেন। তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
তারেক রহমান গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে আপসহীন। তিনি আরোও বলেন, ডা. জোবায়দা রহমান একজন সজ্জন, শিক্ষিত ও দক্ষ নেতৃত্বের প্রতীক। তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ বিএনপিকে আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করে তুলেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বাদ আসর সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের শাহী ঈদগাহ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, কৃতি চিকিৎসক ও সিলেটের গর্ব ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস, সমাজ সেবা সম্পাদক শামীম আহমদ লোকমান, সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মো. ছাব্বির আহমদ, জালাল উদ্দীন সামিম, নিয়ামত এলাহী, রাজিব কুমার দে রাজু, ভিপি মাহবুব, আব্দুল কালাম আজাদ, নাজমুল হোসেন মজনু, আনছার উদ্দীন, জয়নুল হক, ইকবাল আহমদ, আলী আহমদ লাকু, মজনু মিয়া, নাঈম সরকার, আমজদ হোসেন মুন্না, হাবিবুর রহমান, মেনন আহমদ, রুহেল আহমদ প্রমুখ।