শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে-এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণবাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিএমবিএফ সিলেট বিভাগ ও জেলা শাখার যৌথ উদ্যোগে ২৮ তম আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার ও সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সিলেট মহানগওে কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ^াস এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর দেশে দেশে রাষ্ট্র কর্তৃক নির্যাতন চলছে, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সকল সরকারের আমলে কিছু না কিছু রাষ্ট্রীয় সন্ত্রাস হয়। ১৯৪৯ সালে জমিদারি প্রথার বিরুদ্ধে শেরে বাংলা এ কে ফজলুল হক ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভুমির অধিকার প্রদান করেন। ব্রিটিশরা ২০০ বছর আমাদের এ উপমহাদেশ শোষণ করেছে। শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম এ তাহের, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বিএমবিএফ সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এম আসাদুজ্জামান, লালদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মতিন, ডেসটিনি সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ খালেদ মিয়া, বিভাগীয় প্রচার সম্পাদক মোঃ ইউসুফ সেলু, জগন্নাথপুর উপজেলা বিএমবিএফ’র উপদেষ্টা মির্জা আবুল কাশেম স্বপন, জেলার সহ-সভাপতি মধু মিয়া, চিত্রনায়ক জহির চৌধুরী, সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার নিক্সন, হোসেন আহমদ, হুসনা বেগম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল ওয়াদুদ।