দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হলেন বজলুর রহমান ফয়েজ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণদক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ বজলুর রহমান ফয়েজ। বৃহস্পতিবার (২৬ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি উপজেলা বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পত্রে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বজলুর রহমান ফয়েজ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। দল আশা করে যে, তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন। পত্রের অনুলিপি দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিনকে পাঠানো হয়েছে।
দায়িত্বপ্রাপ্তির পর বজলুর রহমান ফয়েজ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে।
এদিকে, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দক্ষিণ সুরমা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় অঙ্গনে নতুন গতিশীলতার সৃষ্টি হওয়ার পাশাপাশি বজলুর রহমান ফয়েজতাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দক্ষিণ সুরমায় বিএনপির কার্যক্রম আরো বেশি গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে নেতাকর্মীরা আশাবাদী।