দোয়ারাবাজারে অবৈধ বালুবোঝাই পিকআপসহ আটক ১

দোয়ারাবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) বিকাল ৪টার দিকে স্থানীয় নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার সম্মুখস্থ নরসিংপুর-নোয়ারাই পাকা সড়কের উপর থেকে অবৈধ বালুবোঝাই গাড়িসহ সিরাজ মিয়াকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক সিরাজ মিয়া জানায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নস্থ মরা চেলা নদীর দ্বীনেরটুক এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির জন্য পিকআপযোগে গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছিল।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।