বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার যৌথ সভা অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ১১:০৯ অপরাহ্ণবিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার এক যৌথ সভা গত শুক্রবার (৪ জুলাই) বেলা ১২টায় নগরীর দেবপুরস্থ শ্রী শ্রী মায়ের বাড়ি সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের বিভাগীয় শাখার সভাপতি বেনু ভূষণ দাশের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা শাবিপ্রবি ইংরেজী বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, সিলেটের বিশিষ্ট সমাজসেবী রতন মনি মোহন্ত, অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, শিক্ষক স্বপন চক্রবর্তী, এডভোকেট সুব্রত কুমার রায়, সঙ্গীত শিল্পী সুবিনয় রায়, অব. অধ্যাপক রনজিৎ মোহন্ত, জেলা শাখার সভাপতি এডভোকেট ফণী ভূষণ সরকার, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ^াস।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক সহ. অধ্যাপক কানন কান্তি দাশ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিভাগীয় কোষাধ্যক্ষ নরেশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, জেলা সহ সভাপতি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, সহ সাধারণ সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাস, বিভাগীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সঙ্গীত শিল্পী প্রদীপ কুমার দে, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সুনির্মল চক্রবর্তী, সদস্য রাহুল পাল, জেলা কার্যনির্বাহী সদস্য অব. ব্যাংকার রূপক ভট্টাচার্য্য, শিক্ষক পাচু মোহন বিশ^াস, সুযোগ চন্দ চন্দ্র, অন্নদা মহাপাত্র, নান্টু মোহন চন্দ্র, সবিনয় দাশ তালুকদার, দিবাংশু লাল গুণ, সুজিত কুমার দাস, শংকর শেখর রায় প্রমুখ।
সভার সিদ্ধান্তক্রমে আগামী ২৫ জুলাই শুক্রবার বেলা ১১টায় উভয় শাখার কার্যকরি পরিষদের পরবর্তী যৌথ সভা একই স্থানে অনুষ্ঠিত হবে। এদিকে ১লা আগস্ট উভয় শাখার অভিষেক অনুষ্ঠান উদযাপনে পরিষদের পক্ষ থেকে বিবেকানন্দ অনুরাগী দলমত নির্বিশেষ সকলের আন্তরিক অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে। সবশেষে পরিষদের উপদেষ্টা রতন মনি মোহন্ত মহোদয়ের সৌজন্যে শ্রী শ্রী মায়ের বাড়িতে প্রসাদ গ্রহণ করেন নেতৃবৃন্দ।