সিলেটে হেফাজতে ইসলামের দুয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ণদেশের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ ৫ জুলাই ২০২৫ শনিবার, বাদ আসর সিলেট কালেক্টরেট জামে মসজিদে ২০১৩ সালে শাপলা চত্ত্বর, ২০২১ সালে ব্রাহ্মণবাড়ীয়া ও হাটহাজারী এবং ২০২৪ সালে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার ওপর চালানো নির্মম গণহত্যায় শহীদদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন, হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীম জালালী, সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা সামীউর রহমান মুসা, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ খাদিমানী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রশিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মাহমুদুল হাসান।
আলাচকবৃন্দ সকল গণহত্যার জন্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকাকে দায়ী করে তাদের যথাযথ বিচার ও আহত এবং নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবী করেন। দেশব্যাপী হেফাজতের নেতা-কর্মীদের উপর অবশিষ্ট সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানান।
পরিশেষে দেশপ্রেমিক ও ইসলামের জন্য জীবন উৎসর্গকারী সকলের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, দরগাহে হযরত শাহজালাল রাহ. জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফেজ আসজাদ আহমদ।