দ্রুত সময়ের মধ্যে বিধি সংশোধন করে সকল বৈষম্য দূর করতে হবে-অধ্যাপক মো. ফরিদ আহমদ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণসরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক মো. ফরিদ আহমদ বলেছেন, ২০১৮ বিধির মাধ্যমে ৩২৪টি কলেজ সরকারিকরণ করে চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এই ধরনের বিধি সরকারিকরণের নামে শিক্ষকদের সাথে তামাশা ও তাচ্ছিল ছাড়া আর কিছুই নয়। এতে শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হবেন।
তিনি দ্রুত সময়ের মধ্যে বিধি সংশোধন করে সকল বৈষম্যের অবসান ঘটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
শনিবার (৫ জুলাই) দুপুরে সরকারি মদন মোহন কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষক সংগঠন সরকারি কলেজ শিক্ষক সমিতির মতবিনিময় সভা ও সকশিক সুনামগঞ্জ জেলার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সুনামগঞ্জ বিশ^ম্ভরপুর দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) প্রমত রঞ্জন চক্রবর্তী এর সভাপতিত্বে ও সকশিস সিলেট জেলার সদস্য সচিব সহকারী অধ্যাপক এ কে এম মাহমুদুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সকশিস সিলেট বিভাগের আহবায়ক লে মো. মনিরুল ইসলাম, সিলেট জেলার আহবায়ক মো. ফরিদ আহমদ, সিলেট বিভাগের যুগ্ম আহবায়ক মো. আজাদ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সকশিস সিলেট বিভাগের সদস্য সচিব মো. আমিনুজ্জামান বকস।
সভায় সর্বসম্মতিক্রমে দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ শহীদুল্লাহ-কে আহবায়ক, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. মোশাররফ হোসেন-কে সদস্য সচিব, এবং জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমত রঞ্জন চক্রবর্তী, শাল্লা সরকারি কলেজের প্রভাষক শিল্পী রানী বনিক ও দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক অরেন্দ্রু চক্রবর্ত-কে সদস্য করে সরকারি কলেজ শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।