জমিয়তের মানববন্ধনে দাবি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
শনিবার (৫ই জুলাই) বাদ আসর ইউনিয়নের স্থানীয় বারইগ্রাম বাজারে ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা জালাল উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়ন জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা নুরুর রহমান, সহসভাপতি মাওলানা শাহাবুদ্দিন,সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মহরির,প্রচার সম্পাদক আলী আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাসরুর আহমদ,সমাজ সেবা সম্পাদক মাওলানা গৌছ উদ্দিন,জমিয়ত নেতা হাফিয মাওলানা মঈনুল ইসলাম,বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান,সেক্রেটারি সরওয়ার হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন,বারইগ্রাম বাজার থেকে আছিরগঞ্জ ও বারইগ্রাম বাজার থেকে শানেশ্বর রোড এই ইউনিয়নের প্রধান জনগুরুত্বপূর্ণ রোড। এই রোডগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। এই রোডগুলো বৃহত্তর বাহাদুরপুরের লক্ষ মানুষের যাতায়াতের মাধ্যম। আজ প্রায় দুই যুগ হল রোডগুলো সংস্কারহীন হয়ে পড়ে আছে। মাঝেমধ্যে অল্পস্বল্প সংস্কার হলেও কার্যকর কোনো সংস্কার হয় নি। বিগত বছর সংস্কারের জন্য টেণ্ডার আসলে অল্প কাজ হয়ে বন্ধ হয়ে যায়। এক বছর হল সংস্কার হচ্ছে না।
সংস্কারের নামে রোডের মাটি কাটা হলেও এখন সংস্কার হচ্ছে না। এতে এসব জায়গার মধ্যে কাঁদা জমেছে। কোথাও গর্ত হয়েছে। কোথাও আবার ভাঙ্গন দেখা দিয়েছে। এতে গাড়ি চলাচলে প্রায় অনুপযোগী রোডগুলো। অসুস্থ মানুষের পাশাপাশি সু্স্থ-সবল মানুষের চলাচলেও বিভিন্ন ভোগান্তি দেখা দিয়েছে।
তাই জমিয়ত নেতৃবৃন্দসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ বারইগ্রাম বাজার থেকে আছিরগঞ্জ ও বারইগ্রাম বাজার থেকে শানেশ্বর রোড দ্রুত সংস্কারের জন্য উপজেলা অফিসার,জেলা প্রশাসক ও সরকারের সুদৃষ্টি কামনা করছেন।
মানববন্ধনে জমিয়ত নেতৃবৃন্দ আরও বলেন,আগামী সোমবার (৭ই জুলাই) রোডগুলোর দ্রুত সংস্কার হওয়ার জন্য ইউনিয়নবাসীকে সাথে নিয়ে উপজেলা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়তের নির্বাহী সদস্য আব্দুল বাকী, মাওলানা আব্দুস সামাদ, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদ, উপজেলা যুব জমিয়ত সেক্রেটারি মুস্তফা আল মাসউদ শাহিন, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,
লাউতা ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রেটারি ইমরান হাসিব, সদস্য তামিম আহমদ, ইউনিয়নের সামাজিক সংগঠন আল আমিন সমাজ কল্যাণ যুব সংঘ দক্ষিণ টিকরপাড়ার সভাপতি নিজাম মজুমদার, কোষাধ্যক্ষ হুসেন আহমদ, উম্মাহ কল্যাণ সংস্থা বাহাদুরপুর ভাওরাটুল -এর সহ সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, সদস্য রুমান আহমদ, সু-মন ফ্রেণ্ডস ক্লাব টিকরপাড়ার সদস্য রুবেল আহমদ, মাহবুব আহমদ,আল মাদানি ইসলামি যুব সংঘ হিজলরটুকের সভাপতি জনাব কয়েস আহমদ।
এছাড়া বাজারের মাইক্রোবাস স্ট্যাণ্ডের দায়িত্বশীল জনাব নাজিম উদ্দিন,৭০৭ সিএনজি স্ট্যাণ্ডের দায়িত্বশীল পাবলু আহমদ, লাবলু আহমদ,২০,৯৭ সিএনজি স্ট্যাণ্ডের দায়িত্বশীল ও রিকশা স্ট্যাণ্ডের দায়িত্বশীলবৃন্দসহ ইউনিয়নের ভুক্তভোগী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।