ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫, ১:১৬ পূর্বাহ্ণ
আজ ০৭ জুলাই সোমবার,বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ জামিল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে সংগঠনের অগ্রগতি ও বিভিন্ন থানা ও ইউনিটের কার্যক্রম গতিশীল করতে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সহ সভাপতি হাফিজ নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হাফিজ আবুল হাসান, মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাকির আলম, অর্থ বিষয়ক সম্পাদক মীর আইনুল হক, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সমাজসেবা সম্পাদক নুরুদ্দীন রফিকী, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, নির্বাহী সদস্য খুবায়েব বিন জামিল, আহনাফ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, মিনহাজ আহমদ, আব্দুর রহিম প্রমুখ।