কানাইঘাটের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে কানাইঘাটবাসীর আড্ডা অনুষ্ঠিত

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ণসিলেটের কানাইঘাটের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে কানাইঘাটবাসীর আড্ডা অনুষ্ঠান গত শুক্রবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলের সাহিত্য আসার পক্ষে অনুষ্ঠিত হয়েছে। কানাইঘাটবাসীর এ আড্ডা’র আয়োজন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান যন্ত্রপাতির প্রকৌশলী মোঃ জাকারিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাটের সার্বিক উন্নয়নে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে হবে। কানাইঘাট শিক্ষাক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশে ও বিদেশে চাকুরি করে সহজে প্রতিষ্ঠিত হতে পারবে।
কানাইঘাটে কারিগরি শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলে ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার, স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বক্তারা কানাইঘাটে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ জাকারিয়া মানিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, জামায়াত নেতা এ কে এম অলিউল্লাহ, এ এফ এম নজরুল ইসলাম অ্যাডভোকেট, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আফতাব উদ্দিন, মোহাম্মদ আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর আহমদ, সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইয়াহিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল গফুর, মোঃ মতিউর রহমান সেলিম মোঃ মানিক মিয়া চৌধুরী, এ কে এম সামসুন নূর, মোহাম্মদ আজহার উদ্দিন, মারুফ আহমদ, এডভোকেট মামুন রশিদ, অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট ফয়েজ উদ্দিন, ব্যবসায়ী আব্দুল মৌলা প্রমুখ।