উমরপুর ইউপিতে হুমায়ুন কবিরের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্টিত

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণতারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা, বিএনপির আন্তর্জাতিক রাজনীতির দৃঢ় কণ্ঠস্বর হুমায়ুন কবির-এর প্রতি আস্থা জানিয়ে ওসমানীনগরের উমরপুর বাজারে অনুষ্ঠিত হলো বিশাল এক আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথি ছিলেন মকসুদ রহমান।
সভায় বক্তারা বলেন,“সিলেটের অহংকার হুমায়ুন কবির ১৬ বছর ধরে আন্তর্জাতিক পরিসরে বিএনপির কৌশলগত লড়াইয়ের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি কেবল নেতা নন, তিনি একজন কৌশলী দূরদৃষ্টিসম্পন্ন দেশপ্রেমিক।”
বক্তারা আরও বলেন,“উমরপুরের সন্তান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, এই যোগ্য মানুষকে সামনে আনা এখন সময় নিজের ঘরের সন্তানকে নেতৃত্বে প্রতিষ্ঠার।”
সভায় মুক্তিযোদ্ধা পরিবার, সচেতন নাগরিক, ব্যবসায়ী ও যুবসমাজের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এই কর্মসূচি প্রমাণ করে— হুমায়ুন কবির কেবল প্রবাসের নেতা নন, তিনিই এই এলাকার মানুষের আস্থার ভবিষ্যৎ। সিকন্দর পুর থেকে মোঃ মাখন মিয়া, শিপু মিয়া,আরও উপস্থিত ছিলেন সৈয়দ মান্দারুকা থেকে রহমত আলী,সৈয়দ বাবুল আহমেদ, ঔলী,খলকু মিয়া,শামিম, মুজিবুর রহমান, নুর মিয়া,আজেফর মিয়া,মফজুর, সেলিম আহমেদ, হেলাল আহমেদ, দবির মিয়া,সুহেল মিয়া,ছায়েদ আহমেদ, মফজ্জুল আলী,ইমন গাজী।
আজ উমর পুর ইউপির আয়োজনে জননেতা জনাব হুমায়ুন কবিরের সমর্থনে এক মতবিনিময় সভা উত্ত সভায় সাবেক যুগ্ম আহবায়ক ওসমানী নগর উপজেলা সেচ্ছাসেবক দল,বক্তব্য, রাখেন বাবুল মিয়া, সাবেক যুব দলের যুগ্ন আহবায়ক উমর পুর ইউপি, খলকু মিয়া হেলাল মিয়া, ইমন হোসেন গাজি,জেলা যুব দলের জয়েন্ট সেক্টারী সাজ্জাদুর রহমান, সাংবাদিক ফজলু মিয়া মাখন মিয়া মুজিবুর রহমান, দবির শিমুল আহমেদ মিয়া,উপস্থিত ছিলেন,যুব ইউনিটের আহবায়ক দিদার মিয়া শাহ জয়েদ আহমদ রাহুুল মিয়া সুহিন আহমদ, চনচল পাল,শামিম মিয়া মুজিবুর রহমান কয়েক মিয়া মফজ্জুল মিয়া কবির মিয়া অলিউর হেলাল অলি সুজন মমশির সেলিম আজেফর নজরুল ইসলাম, রহমত আলি রহমান মিয়া দ্বিন ইসলাম ফয়েজ মিয়া শেফুল মিয়া প্রমুখ।