পাড়া মহল্লায় বিএনপিকে শক্তিশালী করতে সুসংগঠিত করা হচ্ছে: ইমদাদ চৌধুরী

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণসিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, পাড়া-মহল্লায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ে জাতীয়বাদী দলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখছে।
তিনি বলেন, পাড়া কমিটি গঠনের মাধ্যমে আমরা প্রতিটি এলাকায় বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করছি। এতে করে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সাথে যোগাযোগ সহজ হবে এবং ভোটের অধিকার রক্ষার আন্দোলন আরও শক্তিশালী হবে। তিনি অভিযোগ করে বলেন, যতদিন পর্যন্ত দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিন সরকার আসবে না, ততদিন পর্যন্ত দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত ঘটবে। স্বাধীনতা বিরোধী চক্র এখনও তৎপর। যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন কর্মপন্থা চালিয়ে যাচ্ছিলো, তারাই সেই সব ষড়যন্ত্রে এখনও লিপ্ত।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তারপরও বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে জনগণের দল হিসেবে প্রথমে যাতে দ্রব্যমূল্য নিয়ন্তণে আসে এবং বেকারত্ব দূর করার জন্য যে সমস্ত পন্থা অবলম্বন করা প্রয়োজন সে হিসেবেই কাজ করবে। তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও বিদেশে জনশক্তি রপ্তানির ব্যবস্থা করা হবে। জিয়াউর রহমানের শাসনামলে যেমন মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়েছিল, ঠিক সেভাবেই বিএনপি আবারো দায়িত্ব পেলে বেকার যুবকদের দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
তিনি মঙ্গলবার (১৫ জুলাই) ৩৪নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার বিএনপির পাড়া কমিটির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৩৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমদ পংকির সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ আলী মাসুদ ও ছাত্রদল নেতা ও বাহুবল পাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ চৌধুরী সানির যৌথ পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুমিন ও সদস্য সচিব খোরশেদ আলম খুশু ও জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নেতা মোস্তফা ইবনে মেহেদী ও ছালেক আহমদ ও আব্দুল মালেক। এছাড়াও ৩৪নং ওয়ার্ড বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।