জুলাই সনদের ঘোষণা এবং গণহত্যার বিচার দৃশ্যমান না হলে জুলাই আবারও দীর্ঘস্থায়ী হবে: জাকির

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ১:০২ পূর্বাহ্ণকেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে ‘ জুলাই ঘোষণাপত্র প্রদান ও গণহত্যার বিচারের দাবিতে’ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৫টায় নগরীর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয় এবং সিলেটের জুলাই গণ-অভ্যুত্থানের তীর্থস্থান ঐতিহাসিক চৌহাট্টা পয়েন্টে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মোঃ মিজানুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দুই হাজারের অধিক শহীদের রক্তের স্রোত পেরিয়ে ক্ষমতার মসনদে বসেছে।
সরকার ক্ষমতায় আসার প্রায় এক বছর ইতিমধ্যে অতিবাহিত হয়েছে কিন্তু খুনিদের বিচারের এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। এর বদলে চলছে নানা কৌশল, মিথ্যা আশ্বাস আর বিচারের নামে প্রহসন। আজ জনগণের মনে প্রশ্ন, কার ইশারায় এই বিচার কার্যক্রম দিনের পর দিন বিলম্বিত হচ্ছে? কারা এই খুনি চক্রকে রক্ষা করতে পর্দার আড়াল থেকে চক্রান্ত করছে? তিনি বলেন, এই প্রশ্নগুলোর জবাব সরকারকে জনসম্মুখে দিতে হবে। শহীদের রক্তের প্রতি বেঈমানি এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার, স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নইলে ক্ষুব্ধ জনতা তাদের বুকের রক্ত দিয়ে হলেও শহীদদের রক্তের ঋণ শোধ করবে, রাজপথে গণদাবী আদায় করে ছাড়বে। এখনো সময় আছে, শহীদদের আত্মত্যাগের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন এবং জুলাই সনদের ঘোষণা দ্রুত প্রণয়ন করুন না-হয় চব্বিশের মতো পঁচিশের জুলাই-ও দীর্ঘস্থায়ী হবে। অধিকার বাস্তবায়ন করে-ই ছাত্রজনতা ঘরে ফিরবে।
সংগঠনের সিলেট পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি সালমান আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক এবং খেলাফত মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ -সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার, শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন আহমদ, খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার ১ আসনের এমপি পদ প্রার্থী মাওলানা লোকমান আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলার সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি মাওলানা রুহুল আমীন, মুজিবুর রহমান খান, সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল রহমান, সাবেক মহানগর সেক্রেটারি মাওলানা মোস্তফা আহমদ সোহান।
আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান,শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ, পূর্ব জেলা সেক্রেটারি এবাদুর রহমান, পশ্চিম জেলা সেক্রেটারি নুরুল ইসলাম নাহিদ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ,অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, সিলেট পূর্ব জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান হোসাইন, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আব্দুল সামাদ আজাদ প্রমুখ।