জ্ঞানই সত্যিকারের শক্তি, সবাইকে মেধা, নৈতিকতা ও মানবিকতা অর্জন করতে হবে: ইমদাদ চৌধুরী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণসিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জ্ঞানই সত্যিকারের শক্তি। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতাও অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, আজ যারা এই বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে স্কুলের সুনাম অর্জন করেছো, আগামীতে এখান থেকে এইচএসসি সম্পন্ন করেও বিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ করবে- এটাই আমাদের প্রত্যাশা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশপ্রেমকে অন্তরে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষক, অভিভাবক ও সমাজকে শিক্ষাবান্ধব হতে হবে। শিক্ষার্থীরা যেন কোনোভাবে হতাশায় না ভোগে, সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত। কারণ একমাত্র শিক্ষাই পারে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা তাদের অনুভূতিতে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য ভালো কিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা রওশন আরা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান আক্তার লাকী। সাব্বির আহমেদ এর উপস্থাপনায় নাঈম ইসলাম, জলিল আহমেদ, হোসাইন আহমদ চৌধুরী, অর্ণব দেব, ফাতেহা জামাল ঊষা, আনিছা আক্তার, রুপিয়া আক্তার, নাহিদা নার্গিস নিনো, রিমা আক্তার, আরমান আহমেদ, বিরাট দাশ তালুকদার প্রমুখ।