সিলেট মহানগর যুব জমিয়তের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
বুধবার (১৬ জুলাই) রাত ৯টায় নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার।
সভায় মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালাসহ বিভিন্ন সৃজনশীল ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, যুব সমাজের নৈতিক ও নেতৃত্বগুণ বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ধারাবাহিক কর্মসূচির কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, মাওলানা আব্দুল হাসিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন খান, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ কামরান, সাহিত্য সম্পাদক জুবায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক দিলদার হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল কাদির এবং সদস্য লায়েক আহমদ প্রমুখ।
সভা শেষে এক প্রস্তাবে নেতৃবৃন্দ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচির উপর হামলা গণতন্ত্রের চরম অপমান।