শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি মেনে নিবেনা দেশবাসী-হুমায়ুন কবির শাহীন

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণসিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুুুমায়ুন কবির শাহীন বলেছেন, বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আর কৃষক দল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয় দল । বিএনপি ও জিয়া পরিবারের আকাশচুম্বি জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক ষড়যন্ত্র করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে। সুতরাং বিএনপিকে নিয়ে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি মেনে নিবেনা দেশবাসী।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশে ধীরে ধীরে নির্বাচনের আমেজ তৈরী হতে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালিন সরকারের প্রশাসনের নির্লিপ্ততার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ঠিক সেই সময়ে একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো নির্বাচন বানচাল করা। কিন্তু নির্বাচন বানচালের যেকোন ষড়যন্ত্র রুখে দিতে কৃষক দল সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নগরীর চৌহাট্রা মানরু শপিং সিটির সামনে কৃষকদলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর কৃষকদলের আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত মিছিলটি নগরীর চৌহাট্রা পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর বাজার কোর্ট পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিলেট মহানগর কৃষকদলের সহ-সভাপতি এ কে এম শাহ জাহান, একরাম হুোসেন মারুফ, বদরুল আলম,অধ্যাক্ষপক সামসুর রহমান,আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, ফখর উদ্দিন,আনোয়ার হোসেন, আপ্তাব উদ্দিন, সুলতান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, মাহবুবুর রহমান, ইমরান হোসেন, আনোয়ার হুুসেন,যুগ্ন সাধরণ সম্পাাদক হাবিবুর রহমান, সাকিল আহমদ,তাহের আলী সুমন, সৈয়দ মোস্তাক আলী,শাহ আলম আলী,সফিকুল ইসলাম রাসেল, মসারফ হোসেন, খন্দকার আব্দুল মোমিন, শহিদ আহমদ, আনহার আলী তালুকদার, সাহিদুর রহমান বাবলু,মঈনুল হক স্বাধীন, শফিক আহমদ চৌধুরী, উসমান গণি,সাংগঠনিক সম্পাাদক রায়হান আহমদ, দফতর সম্পাাদক শেখ মোঃ লুৎফুর রহমান, প্রচার সম্পাাদক আবু বক্কর, অর্থ সম্পাাদক তজমুল আলী,ক্রীড়া সম্পাাদক মিনহাম উদ্দিন, জলবায়ু সম্পাাদক আব্দুর রহিম,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাাদক বিপ্লব সিংহ,পল্লি উন্নয়ন সম্পাাদক সেবুল আহমদ,প্রকাশনা সম্পাাদক সুফিয়ান আহাদ পাপ্পু, শিল্প বিষয়ক সম্পাাদক লুৎফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাাদক, মোঃ দবির আহমদ, সমাজ সেবা সম্পাাদক শাহীন আহমদ, স্বনির্ভর সম্পাাদক ছয়ফুল আলম জয়,প্রশিক্ষণ বিষয়ক সম্পাাদক সাইদুল রহমান বাবলু।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষক দল নেতা নাহিদ তালুকদার, রুহুল আমিন খাঁন, পিটিও সানোয়ার হোসেন নাইম,কামাল আহমদ,আব্দুল মজিদ,পলাশ আহমদ চৌধুরী, সিপন চন্দ্র প্রমুখ।