দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, শুরু হয়েছে,সবাইকে সজাগ থাকতে হবে-খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণদেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে, জোরেশোরে শুর হয়েছে’ উল্লেখ করে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ষড়যন্ত্র শেষ হয়নি।
ষড়যন্ত্র কিন্তু আরোও শুরু হচ্ছে, আরো জোরেশোরে শুরু হচ্ছে। বিবেকবান মানুষ বলছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কাজেই এদেশের মানুষ যেমন একাত্তর সালে স্বাধীন করেছে এই দেশ, এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময়ে তাদের নিজের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, নব্বইতে সোচ্চার হয়েছে, চব্বিশে সোচ্চার হয়েছে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে।কারা কীভাবে ষড়যন্ত্র করছে, কারা কীভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে এবং ক্ষনে ক্ষনে অবস্থান পরিবর্তন করছেৃ এই সকল বিষয়ে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, আসুন আমাদের সকলকে চোখ-কান খোলা রাখি। আমাদের যে যুদ্ধ ছিল গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি।
তিনি শুক্রবার (১৮ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেট জেলা ও মহানগর বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিকালে সিলেট কোর্ট পয়েন্ট থেকে শহীদ মিনার অভিমুখে এই মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, নুরুল মোমিন খোকন, আব্দুল হাকিম, আফজল হোসেন, রহিম মল্লিক, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, শহীদ আহমদ (চেয়ারম্যান), মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, গোলাম রব্বানী, সামিয়া বেগম চৌধুরী, উপদেষ্টা কামরুল হাসান শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হোসেন লিটন, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, শুয়াইব আহমদ শুয়েব, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খোরশেদ, ফাতেমা জামান রুজি, আবুল কালাম নাদির খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, আব্দুল আহাদ খান জামাল, শাকিল মোর্শেদ, এডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, রেজাউর রহমার রুজন, সাব্বির আহমদ, শফিক নূর, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, সমাজ কল্যাণ সম্পাদক ডা. এম এ হক বাবুল, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, যোগাযোগ সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, জলবায়ু সম্পাদক সবুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাছুম, প্রশিক্ষণ সম্পাদক নাজিম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাছুম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান খান, ক্ষুদ্র কুঠি শিল্প সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, কৃষি সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ধর্ম সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, পরিবার কল্যাণ সম্পাদক হাবিব আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ লাকি, স্বনির্ভর সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদল সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন প্রমুখ।
মিছিলে অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মৌন প্রতীকী প্রতিবাদ জানান। বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে জাতির মুক্তি এবং ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন।-