সাম্প্রদায়িক সম্প্রীতিই হবে আমাদের জাতীয় শক্তি: ইমদাদ চৌধুরী

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১:১৪ পূর্বাহ্ণসিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম সকলেই সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করবে। ধর্মীয় ভেদাভেদ নয়, আমরা বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতিই হবে আমাদের জাতীয় শক্তি।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মানবিকতা, সহমর্মিতা ও সহাবস্থানের রাজনীতি। আমাদের কাছে সকল ধর্মের মানুষের উপাসনাস্থল, উৎসব, পারিবারিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ। তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসে থেকেও তিনি বাংলাদেশের মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে অনুভব করছেন। তারেক রহমান গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তার নেতৃত্বেই দেশে আবারও মানুষের অধিকার ফিরে আসবে।
তিনি শুক্রবার (১৮ জুলাই) সিলেট নগরীর চালিবন্দরস্থ শ্মশান ঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রোপণ করা বৃক্ষের চারাগুলো রক্ষায় বেষ্টনী স্থাপনকালে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মুফতি নেহাল, সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, রেজাউল করিম আলো, রফিকুল ইসলাম রফিক, লুৎফুর রহমান মোহন, সৈয়দ রহিম আলী রাশু, আব্দুস সবুর রাসেল, শাহিন আহমদ, শহীদ আহমদ, সানি জাহাঙ্গীর আলম, গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সহ সভাপতি, চালিবন্দর মহাশ্মশান কমিটি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, কোষাধ্যক্ষ চন্দন দাশ, সদস্য উত্তম ঘোষ প্রমুখ।