কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণ

মোঃ ফরহাদ প্রধান,কুমিল্লা দাউদকান্দি থেকে
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ২:১৮ পূর্বাহ্ণকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ২৪ এর জুলাই -আগষ্টে গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত সকল শহীদদের স্মরণে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মৌন মিছিল, কালোব্যাজ ধারণ ও সংক্ষিপ্ত সমাবেশ আজ শুক্রবার বিকালে হয়েছে।
মৌন মিছিলটি মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে গৌরীপুর বাজারে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির জ্যোষ্ঠ সহ-সভাপতি আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।