‘রামায়ণ’-এর আগেই হিন্দি ছবি নিয়ে প্রেক্ষাগৃহে সাই পল্লবী, নায়ক কে?

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণদক্ষিণি সিনেমার দাপট এখন ভারতজুড়ে। সাম্প্রতিক সময়ে ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘কেজিএফ’, ‘আরআরাআর’, ‘পুষ্পা’, ‘জেলার’, ‘গ্রেটেস্ট অব অল টাইম’সহ আরও বেশকিছু ছবি ভারতজুড়ে এতোটাই আলোড়ন তোলে যে তার সামনে বলিউডের বড় তারকাদের ছবি ফিকে পড়ে গেছে। ফলে দক্ষিণি তারকাদের চাহিদাও এখন তুঙ্গে। এখন বলিউডের প্রায় সব বড় বাজেটের ছবিতে কোন না কোন দক্ষিণি তারকাকে দেখা যায়।
এরইমধ্যে প্রভাসকে নিয়ে বলিউডে বিগ বাজেটের একাধিক বড় ছবি নির্মিত হয়েছে। ব্লকবাস্টার হিন্দি সিনেমা ‘জাওয়ান’ ও ‘এনিম্যাল’-এর পরিচালক (অ্যাটলি কুমার ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা) ও নায়িকারা (নয়নতারা ও রাশমিকা মান্দানা) দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা। দক্ষিণের আরেক আবেদনময় অভিনেতা বিজয় দেবারাকোন্ডাকেও বলিউডে নিয়ে এসেছেন করণ জোহর। কমল হাসান, ধানুষ, রামচরণ, দুলকার সালমান, বিজয় সেতুপতি, রানা ডা¹ুবাতি, তামান্না ভাটিয়া, সামান্থা, ইলিয়ানা ডি ক্রুজ, পূজা হেগড়ে, কাজল আগারওয়াল, শ্রুতি হাসান, কৃর্তি সুরেশ, ম্রুনাল ঠাকুরা দক্ষিণ থেকে এসে নিয়মিত বলিউডে অভিনয় করছেন।
সম্প্রতি বলিউডের অন্যতম ব্যয়বহুল ছবি ‘ওয়ার ২’-এ ঋত্বিক রোশনের মুখোমুখি হবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। আর ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি ‘রামায়ণ’-এ যুক্ত হয়েছেন ‘কেজিএফ’খ্যাত কন্নড় মেগাস্টার যশ ও তামিল -তেলেগু সিনেমার সুপারস্টার নায়িকা সাই পল্লবী। ‘রামায়ণ’-এ রণবীর কাপুরের বিপরীতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। ছবিটির টিজার মুক্তির পর দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে সাই পল্লবীকে বড় পর্দায় দেখার জন্য।
এরইমধ্যে নতুন খবর পাওয়া গেলো। বলিউডের আরেকটি ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ছবিটির নাম ‘এক দিন’। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে। ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান।
আরো বড় সুখবর হচ্ছে, ‘রামায়ণ’ মুক্তির আগেই এই ছবিটি দেখতে পাবেন দর্শক। এ বছরের ৭ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন। ‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে। এই ছবির মাধ্যমে আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’।