ছাত্রদল নেতা সায়েম চৌধুরীর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৯:২১ অপরাহ্ণছাত্রদল নেতা সায়েম ইসলাম চৌধুরীর মাগফেরাত কামনায়
মেজরটিলা ইউনিট যুবদল ও ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
সিলেট মহানগর ছাত্রদলের নিবেদিতপ্রাণ নেতা সায়েম ইসলাম চৌধুরীর অকাল প্রয়াণে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মেজরটিলা ইউনিট যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বাদ আছর মেজরটিলা ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ আছরের নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ছাত্রদল নেতা সায়েম ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদল নেতা শাহ আলম আহমেদ, সিলেট মহানগর যুবদল নেতা সুমন মিয়া, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মনা, সহ-সাংগঠনিক সম্পাদক আফজল আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শিপন, সহ-তথ্য, যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম শিপু, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিজান মিয়া, সিলেট মহানগর ছাত্রদল নেতা সিপার আহমেদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা মোঃ আমির হোসাইন, এমসি কলেজ ছাত্রদল নেতা জুনেদ আহমেদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা আমিন হোসেন, ছাত্রদল নেতা রাশেদ আহমদ প্রমুখ।