১৪ আগস্ট বিয়ানীবাজারে জমিয়তের প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জমিয়তের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারস্থ জমিয়ত কার্যালয়ে গোলাপগঞ্জ উপজেলাজমিয়তের সভাপতি আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দায়িত্বশীলরা অনুষ্ঠানের সার্বিক সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আলী আহমদ বলেন, “সিলেট-৬ একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনের প্রার্থী গতকাল কেন্দ্রীয় জমিয়ত ঘোষণা করেছে। আগামী ১৪ আগস্ট দুই উপজেলার জনসমক্ষে প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।”
বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল হক কাসেমী বলেন, “পূর্বেও এ আসনে জমিয়তের প্রার্থী খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এবারের কর্মী সমাবেশ থেকে আগামী নির্বাচনের দিকনির্দেশনা প্রদান করা হবে।”
সভায় উপস্থিত ছিলেন,বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নুর উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল হাসান, পৌর জমিয়ত সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল্লাহ, গোলাপগঞ্জ যুব জমিয়ত সেক্রেটারি আব্বাস আল মাহমুদ, ছাত্র জমিয়ত সেক্রেটারি নাইম আহমদ, প্রচার সম্পাদক আফসার আহমদসহ দলের নেতাকর্মীরা।