সমকালে প্রকাশিত সংবাদের বক্তব্যের সাথে কয়েস লোদীর ভিন্নমত

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণভোলাগঞ্জ পাথর কোয়ারি নিয়ে সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী।
বুধবার (১৩ আগস্ট) দৈনিক সমকাল পত্রিকায় ‘ভোলাগঞ্জে পাথরপ্রেম’ নামে প্রকাশিত সংবাদের একটি অংশে বলা হয়েছে ‘আমি আগে বলেছিলাম, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালু প্রয়োজন। কোয়ারি বন্ধ করা যেমন ঠিক নয়, তেমনি ১০ লাখ মানুষের পেটে লাথি মারাও ঠিক নয়। এখন সরকার পাথর লুট রোধ করতে পারছে না; সেটি তাদের ব্যর্থতা।
কয়েস লোদী বলেন, এধরনের কোনো বক্তব্য আমি প্রদান করি নি। সরকার পাথর কোয়ারি থেকে পাথর উত্তলন বন্ধের ঘোষনার পর বিভিন্ন কর্মসূচিতে আমি একজন রাজনীতিবীদ হিসেবে অংশ গ্রহণ করি।
সেখানে আমার বক্তব্যে ছিলে, যে শিল্পে ১০ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িয়ে, সেটি বন্ধ করে দেওয়া মানে সরাসরি তাদের মুখের আহার কেড়ে নেওয়া। সিলেটের মানুষ এই কোয়ারিকে পবিত্র আমানত মনে করে। অথচ অন্য দেশ থেকে পাহাড় কেটে ডিনামাইটে পাথর ফাটিয়ে এলসি’র মাধ্যমে পাথর আমদানি করা হচ্ছে।
এতে কারা লাভবান হচ্ছেন, সেটি আমাদের খতিয়ে দেখা প্রয়োজন। আমরাও চাই না প্রকৃতি ধ্বংস করে পাথর উত্তোলন হোক। তবে পরিবেশবিদদের পরামর্শে, টেকসই এবং প্রথাগত উপায়ে পাথর উত্তোলনের সুযোগ থাকা উচিত বলে আমি মনে করি।
ইতিমধ্যে চরম নাটকীয়তার মধ্যে দিয়ে সাদা পাথর লুটপাটের সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা জড়িত তাদের সিলেটবাসীসহ দেশবাসীর কাছে নাম প্রকাশ করা হউক।