সিলেট-৩ আসনে জমিয়তের প্রার্থী নজরুল ইসলামের সাথে তিন উপজেলার দায়িত্বশীলদের মতবিনিময়

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ১:০৯ পূর্বাহ্ণ
আজ শনিবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খিজির আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবদুল মান্নান, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ইয়াহয়া আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা শরীফ আহমদ শাহান, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল হক, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য কে এম তাহমীদ হাসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম, আবরারুল হক আরিফ প্রমুখ।
মতবিনিময় সভা থেকে সিদ্ধান্ত হয়, আগামী ২৩ আগস্ট শনিবার সিলেট-৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মাওলানা খিজির আহমদ-কে আহ্বায়ক এবং মাওলানা আবদুল কাদির-কে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট প্রস্তুতি সভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।