আকাবিরের পদাঙ্ক অনুসরণেই রয়েছে দ্বীনি প্রাপ্তি-মাওলানা লোকমান মাজহারী

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
সাময়িক লোভে কোনো রঙিন পথে জমিয়ত-যুব জমিয়ত চলতে পারে না। দায়িত্ববোধ আর শৃঙ্খলাবদ্ধতা বুঝে, আমলে নিয়ে নিজেদের আগামী বিনির্মাণ করতে হবে।”
শনিবার (১৬ আগস্ট) বাদ মাগরিব সিলেটের বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে মহানগর যুব জমিয়তের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে তিনি এ কথা বলেন।
কর্মশালায় বিশেষ প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক। তিনি বলেন, “আদর্শ কর্মী কখনো ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয় না; বরং সংগঠন, সমাজ ও দেশের কল্যাণে কাজ করে। কর্মীর সততা, ত্যাগ ও নৈতিকতাই আন্দোলনের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুব জমিয়তের সহসভাপতি এম বেলাল আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর, যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা কবীর আহমদ ও জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
প্রশিক্ষণ প্রদান করেন যুব জমিয়ত বাংলাদেশের সহ সাধারণ সম্পাদক মাওলানা জফির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা সালিম কাসেমী, মাওলানা জামাল উদ্দিন হক্কানি, মুফতি মুফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।