স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৫, ৬:০০ অপরাহ্ণবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তভূক্ত শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) নগরীর সড়ক ভবন কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের নির্বারিত কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল হক মাসুম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম আজাদ, যুগ্ম আহবায়ক মাসুম আহমদ চৌধুরী, সেকুল ইসলাম চৌধুরী, রাকিব হোসেন চৌধুরী, রুপা মিয়া, মোঃ ফজলু মিয়া, মোঃ হেলাল আহমদ, হাসিব আহমদ, মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী সাজু, আবু নাসির জায়গীরদার, বদরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম লিটন, মোঃ রাসেল খান, মোঃ আব্দুস সোবহান মোঃ গোলাম কিবরিয়া (রাজু), সদস্য সচিব সুলেমান খাঁ, সুমন উদ্দিন চৌধুরী, মোঃ তারেক আহমদ মোঃ আলী জাকারিয়া, মোঃ আখলাকুর রহমান (মনি), মোঃ সুমন মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, আলাল আহমদ, মোঃ কায়েছ আহমদ (দপ্তরের দায়িত্বে), এম এ খায়ের চৌধুরী (সহ-দপ্তরের দায়িত্বে), মুজিব আহমদ, দিদার আহমদ চৌধুরী, মোঃ হুমায়ুন আহমদ শিকান্দার ইসলাম (শিপলু), রুমান আহমদ।