আনোয়ার মিয়া ট্রাষ্ট এর উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে-প্রথম পুরুস্কার উমরাহ প্যাকেজ

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
সিলেট, বিশ্বনাথে ও জগন্নাথপুরে ক্বিরাত তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে।আনোয়ার মিয়া ট্রাষ্ট এর উদ্যোগে এই অনুষ্ঠানের প্রথম পর্ব জগন্নাথপুরের চিলাউড়া ১সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর বিশ্বনাথ ও ১৪ সেপ্টেম্বর সিলেটের বালুচর একটি মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।এর পরবর্তী পর্ব প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে জানানো হবে।
এই প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্র -ছাত্রী অংশ গ্রহণ করতে পারবে।এর মধ্যে যাদের বয়স ১২ থেকে ১৭ তাদের মা-বাবার সাইন লাগবে ফরম ফিলাপে।এবং যাদের বয়স ১৮ থেকে ২৬ তাহারা নিজেই ফরম ফিলাপ করে দিলে হবে।
তাছাড়া এই প্রতিযোগিতায় ছেলেদের জন্য প্রথম পুরুস্কার হল উমরাহ্ প্যাকেজ,২য় পুরুস্কার ২০,০০০ (বিশ হাজার টাকা), ৩য় পুরুস্কার ৫০০০ (পাঁচ হাজার টাকা), ৪র্থ পুরুস্কার ২৫০০(পঁচিশ শত টাকা) ৪জন।এছাড়া মেয়েদের জন্য প্রথম পুরুস্কার ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা)২য় পুরুস্কার ২০,০০০(বিশ হাজার টাকা)৩য় পুরুস্কার ৫০০০(পাঁচ হাজার টাকা)৪র্থ পুরুস্কার ২৫০০(পঁচিশ শত টাকা)৪জন।