রেফারি আছাব আলীর উপর হামলার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন

ওসমানীনগর প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মাঠে সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য ওসমানীনগরের বাসিন্দা আছাব আলীর ওপর হামলার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বেলা ২টায় উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর বাজারে উপজেলার রেফারি এসোসিয়েশন, নুনু ফুটবল একাডেমি ও বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইনাতগঞ্জ মাঠে আছাব আলীর ওপর যে হামলা হয়েছে, তা শুধু একজন রেফারির ওপর হামলা নয়। এটি সিলেটের সকল রেফারি ওপর হামলা । তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ হামলার সুষ্ঠু বিচার না হলে ওসমানীনগরবাসী কঠোর আন্দোলনের মাধ্যমে রাজপথে বিভিন্ন কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাব।
ধারাভাষ্যকার জুয়েল আহমেদ নুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আজিম, নুনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজদ নুনু, বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক জুবেল খান,ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল রুপ আব্দুল,তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমেদ,সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, যুবদল নেতা রেজন আহমেদ,আকিক চৌধুরী, সাবেক ফুটবলার খালেদ আহমেদ খুকু, শ্যামল আহমদ, অপু চৌধুরী, ক্রীড়া সংগঠক ফজর আলী, সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আমিনুল ইসলাম লিটন, ময়নুল ইসলাম,সিরাজ মিয়া, কাওসার আহমেদ, নুর, বদরুল, আহাদ আলী আনু, লুকু মিয়া, আখতার, নজমুল প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে স্থানীয় ক্রীড়া সংগঠক,বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।