ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ছাত্র জমিয়ত কর্মীদের প্রস্তুত থাকতে হবে -মুফতি নাছির উদ্দিন খান

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত “আদর্শ নেতৃত্ব গঠনে ছাত্রদের ভূমিকা” শীর্ষক শিক্ষা সেমিনার গতকাল (৩০ আগস্ট) শনিবার বিকাল ৪টায় বন্দরবাজার জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্যে মুফতি নাছির উদ্দিন খান বলেন,“ছাত্র জমিয়ত আদর্শিক এক কাফেলার নাম। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ইসলামি আদর্শকে ধারণ করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করছে। ছাত্রসমাজের মধ্যে ইসলামি মূল্যবোধের প্রসারে ছাত্র জমিয়ত সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতে তরুণ ইসলামিস্টরাই এই দেশের নেতৃত্ব দেবে, আর ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে সে দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন,“আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এজন্য ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে নিজেদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক যোগ্যতায় গড়ে তুলতে হবে।”
বক্তব্যে তিনি সম্প্রতি ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অতর্কিত এই হামলার দায় সরকার ও প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম. বেলাল আহমদ চৌধুরী,মহানগর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুহাম্মদ আবু খায়ের এবং ছাত্র জমিয়তের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক শাকির আলম, অর্থ সম্পাদক মীর আইনুল হক, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, দক্ষিণ সুরমা থানা সভাপতি জাকির উদ্দিন, কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, মোগলাবাজার থানা সাধারণ সম্পাদক নুরুদ্দীন রফিকী ও দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম প্রমুখ।