ঐক্যবদ্ধ ইসলামী শক্তি নিয়ে দেশবিরুধী ষড়যন্ত্র রুখতে হবে-মাওলানা তাজুল ইসলাম হাসান

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৫:০৪ অপরাহ্ণসিলেট-১ (মহানগর-সদর) আসনে খেলাফত মজলিস মমনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর সভাপতি জননেতা হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। বিপ্লবী ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বিশেষতঃ দেশের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ইসলামী শক্তি নিয়ে দেশবিরুধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর এ লক্ষ্যেই খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।”
খেলাফত মজলিস সিলেট সদর উপজেলার জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে দিনব্যাপী দাওয়াতী সফর ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন। আজ ৩০ আগস্ট সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন মাদরাসায় সিলেট -১ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের দিনব্যাপী জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নের বিশিষ্ট উলামায়ে কেরাম ও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানদের সাথে সৌজন্য সাক্ষাত, গণ-সংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সফরকালে জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম পিটারগঞ্জ মাদরাসা, মিছবাহুল উলুম কালারুকা মাদরাসা, জালালাবাদ দারুল উলুম আজীজিয়া মাদরাসা, রায়েরগাও, রাজারগাও মাখজানুল উলুম মাদরাসা, পাইকরাজ আসহাবে বদর ইসলামিয়াসহ বিভিন্ন মাদরাসায় পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও এলাকার মুরব্বিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত সিলেট-১ আসনের প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান এবং শুভেচ্ছা ও নসীহত মুলক বক্তব্য রাখেন সংলিষ্ট মাদরাসার মুহতামিমগণ যথাক্রমে মাওলানা আবদুস সাত্তার, মওলানা খলিলুর রহমান, মাওলানা নুর উদ্দিন, মুফতি মাওলানা আবুল খায়ের কাসেমী, মাওলানা আব্দুল করিম, মাওলানা ফজলে হক, মাওলানা নূর উদ্দিন। আজকের গণসংযোগে অংশ নেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কারী সিরাজুল ইসলাম, মহানগর সহসভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা, সদর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সদর উপজেলার সাধারণ সম্পাদক ও হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা এ.কে.এম রফিকুজ্জামান,
মাওলানা শোয়াইব আহমদ, ডাঃ এনামুল হক, মাওলানা মোশতাক আহমদ জালালাবাদী প্রমুখ।