
শান্তিগঞ্জের আকাশ আজ ছিল উজ্জ্বল, কিন্তু তার চেয়েও উজ্জ্বল ছিল স্থানীয় জমিয়তের কর্মীদের প্রাণচাঞ্চল্য। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। যেখানে সমবেত হয়েছিলেন তৃণমূল নেতাকর্মীরা। যেন এক মিলনমেলা—একই বিশ্বাস, একই আদর্শ আর একই স্বপ্নে উজ্জীবিত মানুষের স্রোতধারা।
এই সভা আয়োজন করেছিল জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখা। সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপাড়ী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই। কিন্তু সমগ্র সভার মূল প্রেরণা ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাবনাময় জমিয়ত মনোনীত প্রার্থী, আলেমে দ্বীন ও সমাজসেবক মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী।
মাওলানা হাম্মাদ গাজিনগরী প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের পুরোধা ব্যক্তিত্ব উপজেলা জমিয়তের সাবেক সফল সভাপতি শায়খ মাওলানা আকবর আলী কামরুপদলংগী (বড় হুজুর) এবং এই উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি, কারা নির্যাতিত মজলুম জননেতা, সুনামগঞ্জ জেলার দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সাবেক সফল সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আফসার উদ্দিন রাহ. এর স্মৃতি চারণ করেন। উনাদের ব্যক্তিত্ব ও জমিয়তের তরে শ্রম, জনগণের অভূতপূর্ব আস্থা ও ভালবাসার আবেগঘন স্মৃতি তুলে ধরেন।
তিনি আজকের মতবিনিময় সভায় উপস্থিত সকলের প্রতি এই সংসদীয় আসন সুনামগঞ্জ ৩ এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, জমিয়ত মহাসচিব বলেছেন যে, রক্তের বিনিময়ে হলেও এই আসন আমাদের জমিয়তের জন্য হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সকলের ঐক্যবদ্ধ শ্রম ও মেহনতই এই আসনের জন্য কার্যকরী ভূমিকা রাখবে।
উপস্থিত তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসা ও উচ্ছ্বাসে আবেগাপ্লুত হয়ে মাওলানা হাম্মাদ গাজিনগরী বলেন, আপনারা আমাকে কিভাবে কোন জায়গায় কাজে লাগাবেন সেটা আপনাদের বিষয়। আমি এই আসনের সেবক হিসেবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উপস্থিত তৃণমূলের সকলের ঐক্যবদ্ধ স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত যে, এই আসন আমাদের জমিয়তের আসন। এই আসনের জন্য আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। রক্তের বিনিময়ে হলেও এই আসন আমরা রক্ষা করতে প্রস্তুত এরকমই আবেগ উচ্ছ্বাস প্রকাশ করেন তৃণমূলের নেতাকর্মীরা।
উপজেলার আজকের এই বৈঠকে শাখা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে জমিয়তের কাজকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেয়া হয়।
আজকের এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ সভাপতি মাওলানা ক্বারি সিরাজুল ইসলাম, সহ সভাপতি মুফতি মুনাজির আহমদ সাহেবযাদায়ে শায়খে পাগলা, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের সদস্য সচিব মাওলানা সাইদুজ্জামান আল হায়দার, শিমুলবাক ইউনিয়নের সভাপতি মাওলানা ক্বারী সাইফুল ইসলাম, উপজেলা সহ সভাপতি মাওলানা গুলজার আহমদ, মাওলানা মুহসিন আহমদ, যুগ্ম সম্পাদক মাওলানা আতীকুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রমজান হুসাইন, উপজেলার ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু সাঈদ, পূর্ব পাগলা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আসগর আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাহার, দরগা পাশা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামীদ, যুব জমিয়ত সভাপতি গাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক আকমল হোসেন, ছাত্র জমিয়ত সভাপতি সালিক বিন রফিক, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান চৌধুরী প্রমূখসহ জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের বিভিন্ন দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।