ওসমানীনগরে এমএজি ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ওসমানীনগর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণমুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে এবং বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারির পরিচালনায় সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর অবদান ও বীরত্বগাথা স্মরণ করেন।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ অর্জনের পেছনে ওসমানীর নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্ত ছিল অনন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারসমূহ এমএজি ওসমানীর অবদানকে যথাযথ মর্যাদায় তুলে ধরেনি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং ওসমানীর আদর্শে উদ্বুদ্ধ করতে আগামীতে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন আয়োজকরা।
সভায় বক্তব্য রাখেন,বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ গিয়াস উদ্দিন আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সুরাব আলী, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জাহেদুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আলাউর রাহমান, সাংবাদিক এমএ মতিন, ওসমানীনগর পুস্তক ও প্রকাশক সমিতির সভাপতি বশির আহমদ, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সাবরিনা জাহান, সহকারী অধ্যাপক ইব্রাহিম কয়েস, নিশেন্দু পোদ্দার।