হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উদযাপিত হলো পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ণশনিবার (৬ই সেপ্টেম্বর) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাংগাপুল জামে মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ভাদৈ মসজিদের ইমাম মোঃ নাজমুল হাসান। এছাড়াও ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিকাল ০৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ক্লাসরুমে মহানবী (সঃ) এর জিবনীর উপর রচনা এবং ধর্মীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন ভেটেরিনারী অনুষদের শিক্ষার্থী খন্দকার আহনাফ জামান, দ্বিতীয় স্থান অর্জন করেন ভেটিরিনারী অনুষদের শিক্ষার্থী তানভির আহমেদ, তৃতীয় স্থান অর্জন করেন কৃষি অনুষদের শিক্ষার্থী মুস্তাক আহমেদ বিজয় এবং রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ফারদিনা রাহুল মায়া, দ্বিতীয় স্থান অর্জন করেন ভেটিরিনারী অনুষদের শিক্ষার্থী শাহরিয়া হক নোমান, তৃতীয় স্থান অর্জন করেন ভেটেরিনারী অনুষদের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। উক্ত প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।