গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জমিয়ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের উপর ভণ্ডদের হামলার ঘটনায় প্রশাসনের নিরবতা তাদের ব্যর্থতার প্রমাণ। অন্যদিকে আলেমে দ্বীন মাওলানা মুশতাক গাজীনগরী রহ.-কে হত্যার ঘটনায় প্রশাসন দায় এড়াতে পারে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জমিয়ত নেতা মাওলানা ফয়সল আহমদ, মাওলানা রশীদুর রহমান, হাফিজ মাওলানা আবুল কাসিম, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার জাকির, যুব নেতা মাওলানা রুহুল কুদ্দুস, ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ উসামা, আবু সালেহ উসমান, আহমেদ মাজেদসহ অন্যান্যেরা।