ওসমানীনগরে শিশু নিখোঁজ ও ইন্টারনেট সুরক্ষায় নতুন অ্যাপ ‘আইসেফ বিডি’র উদ্বোধন আজ

মোঃ সামছুজ্জামান ফরহাদ,ওসমানীনগর প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২:১৯ অপরাহ্ণসিলেটের ওসমানীনগরের শিক্ষার্থী জাহেদ আল হাসানের উদ্যোগে তৈরি ‘আইসেফ বিডি নামের নতুন অ্যাপ’র উদ্বোধন করা হবে আজ ১২ সেপ্টেম্বর।
বাংলাদেশের শিশু ও কিশোরদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করার নিমিত্তে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম “iSafe BD” কাজ করবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তা জাহেদ আল হাসান।
আগামীকাল ১২ সেপ্টেম্বর ঢাকায় এই অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত, খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ, কবি, সাহিত্যক ও সাংবাদিক হাসনাইন সাজ্জাদী, চলচ্চিত্র পরিচালক ফজলে রাব্বি, এবং মার্শাল আর্টের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম উপস্থিত থাকার কথা রয়েছে।
এই আয়োজনের পেছনে রয়েছেন অ্যাপটির প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা জাহেদ আল-হাসান ও তাঁর টিম। পুরো ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ATN Bangla।
iSafe BD-এর মাধ্যমে সাধারণ মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি রিপোর্ট করতে পারবেন শিশু হারিয়ে যাওয়া, সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং যৌন হয়রানির মতো সংবেদনশীল বিষয়গুলো। ব্যবহারকারীরা ছবি, লোকেশন ও প্রমাণ সংযুক্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে পারবেন। যাচাইয়ের পর রিপোর্ট স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ভলান্টিয়ার নেটওয়ার্কে পৌঁছে যাবে। বিশেষত নিখোঁজ শিশুদের ক্ষেত্রে অ্যাপটি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাঠিয়ে স্থানীয় অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করবে।
রিপোর্টিং সুবিধার পাশাপাশি iSafe BD ভুক্তভোগী কিশোর-কিশোরীদের জন্য ২৪ ঘণ্টার সহায়তা, মানসিক স্বাস্থ্য পরামর্শ, আইনি সহায়তার তথ্য এবং নিরাপত্তা সচেতনতা বিষয়ক কনটেন্ট সরবরাহ করবে। যৌন হয়রানি সম্পর্কিত রিপোর্টের ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয় ও প্রমাণ সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অ্যাপটির প্রতিষ্ঠাতা জাহেদ আল-হাসান বলেন, “আমরা চাই প্রযুক্তিকে ব্যবহার করে শিশু ও কিশোরদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করতে। নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করা হোক বা সাইবার বুলিংয়ের শিকার কিশোরকে সহায়তা করা হোক—iSafe BD হবে তাদের প্রথম আশ্রয়স্থল।”
প্রতিষ্ঠাতাদের মতে, সরকারের সহযোগিতা পেলে এই উদ্যোগ জাতীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠতে পারবে। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— পুলিশের চাইল্ড প্রোটেকশন ইউনিটের সঙ্গে ডেটা ও অ্যালার্ট সিস্টেম যুক্ত করা, সরকারি হটলাইন নম্বরগুলোকে অ্যাপের সঙ্গে সংযুক্ত করা, স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত রেসপন্স নেটওয়ার্ক গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসচেতনতামূলক কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ করা।
প্রতিষ্ঠাতারা প্রত্যাশা প্রকাশ করেছেন, সরকারের নীতিগত সমর্থন ও প্রযুক্তিগত সহায়তা পেলে দেশের শিশু ও কিশোররা আরও নিরাপদ হবে। শুধু একটি অ্যাপ নয়, iSafe BD হতে পারে একটি জাতীয় ডিজিটাল সুরক্ষা নেটওয়ার্ক, যা শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিতের টেকসই পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে আশাবাদি তারা।