সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফিজ মুহাম্মদ মনছুর।
কর্মশালার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের সেক্রেটারি মাওলানা মুশতাক আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবির আহমদ এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহিমুল হক। এছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জফির উদ্দিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কালিম মাহফুজ।
কর্মশালায় সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের আওতাধীন প্রত্যেক উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
পরিশেষে কেন্দ্রীয় নেতা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রহ.-এর রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা মুফতি মুজিবুর রহমান।