গোলাপগঞ্জের লক্ষীপাশায় জমিয়ত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের গণসংযোগ

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী,পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যা ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন। জনগণের উদ্দেশে তিনি বলেন,“আমি প্রতিশ্রুতির বেড়াজালে আবদ্ধ থাকতে চাই না, বরং সরাসরি কাজ করতে চাই। মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং অবহেলিত এলাকার উন্নয়ন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
গণসংযোগে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশিদ রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নুরুদ্দীন, ৪নং লক্ষীপাশা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ জামাল, সেক্রেটারি মাওলানা ইসমাইল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ছাদ উদ্দিন, উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি আব্বাস আল মাহমুদ, জেলা শ্রমিক জমিয়তের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, লক্ষীপাশা যুব জমিয়তের সভাপতি মাওলানা মনসুর আহমদ, মাওলানা আরিফ বিল্লাহ, ছাত্রনেতা আফসারসহ জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও শ্রমিক জমিয়তের শতাধিক নেতাকর্মী।
এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নিয়ে মাওলানা ফখরুল ইসলামকে শুভেচ্ছা ও সমর্থন জানান।