সিলেটে নারী উদ্যোক্তা উৎসব ২০২৫ এর উদ্বোধন আজ

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ণএসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া) ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ দিনব্যাপী নারী উদ্যোক্তা উৎসব-২০২৫। অনুষ্ঠানটি ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জিতু মিয়ার বাড়িতে গ্রাসরুটস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করবেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। বিকেল ৩টায় পূর্ব জিন্দাবাজারস্থ নিউ হোটেল গ্রান্ড ভিউতে মেলার উদ্বোধন করবেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল করিম।
৭ দিনব্যাপী নারী উদ্যোক্তা উৎসব সফল করার জন্য সিলেটবাসীকে আয়োজন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।