সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব’র শোক প্রকাশ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম বলেন, গুণী এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ কলমযোদ্ধাকে হারিয়েছে, যা এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।




