সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক
ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।
গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদসহ সকল সদস্যবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তা তারা বলেন— মোহাম্মদ আবুল হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
উল্লেখ্য, সোমবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ আবুল হোসেন। রাত ১০টার দিকে মাছিমপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।




