বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না : বদরুজ্জামান সেলিম

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের হাদারপাড় বাজারসহ বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারপত্র বিলি কালে উপরোক্ত কথাগুলো বলেন।
সেলিম বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদেরকে প্রতিহত করা হবে। সংকট উত্তোরণে বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন।
বদরুজ্জামান সেলিম বলেন, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে, জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি বলেন, রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে হলে রাজপথে থাকতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি শামছুল ইসলাম, ১নং রস্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল শহীদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ, গোয়াইনঘাটপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সেলেমান সিদ্দিকী, ১নং রস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদল সহ-সম্পাদক আলবাব হোসেন, মাহবুব হাসান ইমন, জিল্লুর রহমান, জসিম উদ্দিন, রস্তমপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল আহমদ, পারভেজ আহমদ, আলবাব হোসেন, তারেক আহমদ, জাহিদ আহমদ, নোমান আহমদ, মহানগর যুবদলের ত্রাণ পুর্নবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমেদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।