ফ্যাসিস্ট শাসনামলে দেশের জনগণের কোন অধিকার সুরক্ষিত ছিলনা- জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
তিনি বলেন,বিগত ফ্যাসিস্ট শাসনামলে বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাক স্বাধীনতা,মানবাধিকার, সাংবিধানিক,ধর্মীয় সহ কোনো রকম অধিকার সুরক্ষিত ছিল না। ফ্যাসিস্ট দুঃশাসনের অবসানের জন্য ২৪ এর আন্দোলনে গোলাপগঞ্জে যে ৭ জন শহীদ হয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আজ (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ২টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
নতুন বাংলাদেশে যোগ্য প্রার্থীদের বাচাই করতে হবে উল্লেখ করে তিনি বলেন,যারা ভোটের সময় জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে কানাডায় গিয়ে বেগমপাড়া তৈরি করে তাদেরকে প্রতিহত করতে হবে। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে জমিয়তের মার্কা খেজুর গাছে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে ফখরুল ইসলামকে বিজয়ী করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করার মাধ্যমে জনগণের মন জয় করে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সমাবেশে উদ্বোধনী বক্তব্য পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।
জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি আব্দুল মতিন নাদিয়া ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমানের দুটি অধিবেশনে যৌথ সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হক ক্বাসেমীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুফতি মক্ববুল হুসাইন কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সভাপতি শায়খুল হাদীস মুফতী মুজীবুর রহমান।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক, মাওলানা নজরুল ইসলাম, মহানগর জমিয়তের সহ সভাপতি আহমদ কবির আমকুনি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি মাহফুজ আহমদ।
বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে কেরাম সিলেট জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মনসুর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে নেতাকর্মীরা গোলাপগঞ্জ চৌনুহনীতে মিছিল বের করেন।