সুনামগঞ্জ -সিলেট সড়কের শান্তিগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ণসুনামগঞ্জ -সিলেট সড়কের শান্তিগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে সিএনজি চালক ও দুই যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা-শত্রুমর্দন এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৩৫) ও একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী (১৪)।
জানা গেছে, নিহতরা আজ সকালে সিএনজি যোগে সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। পথে শান্তিগঞ্জের শত্রুমর্দন এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সজল ঘোষ ও আখি রানী চৌধুরী মারা যায়। গুরুতর আহত আখি রানী চৌধুরীর মেয়ে প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী জানান, ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।