পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানার উদ্যোগে কাষ্টঘরে বস্ত্র বিতরণ

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ণবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানার উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) মহানগরীর কাষ্টঘরস্থ হরিজন সংঘ পূজা কমিটি মন্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে।
পূজা উদযাপন পরিষদ কোতোয়ালী থানা সভাপতি এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাশ, সহ সভাপতি নির্মল কুমার সিংহ, কতোয়ালি সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, নন্দন চন্দ্র পাল, হারাধন দেব প্রবাস, চন্দ্র শেখর দে চপল, রকি দেব, অমর দত্ত, নিতাই পাল, হরিজন সংঘ পূজা কমিটির সভাপতি সুজন লাল প্রমুখ।
এ বছর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার পক্ষ থেকে ছয়টি থানায় চারশো বস্ত্র বিতরণ করা হবে।