শরীফগঞ্জে জমিয়তের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের গণসংযোগ
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে শরীফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বসন্তপুর থেকে শুরু হয়ে খাটকাই বাজার, শরীফগঞ্জ বাজার, মেহেরপুর বাজার, মুসলিমগঞ্জ বাজার হয়ে হাকালুকি বাজার পর্যন্ত এ গণসংযোগ বিস্তৃত হয়। এতে ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি গ্রাম-গঞ্জ, হাটবাজার ও ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত পথসভায় প্রার্থী ও নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে জমিয়তের অবস্থান ও লক্ষ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা সভাপতি শায়েখ আব্দুল মতিন নাদিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার, উপজেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর উদ্দীন, যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মুনাওয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ ও অর্থ সম্পাদক হাফিজ মাওলানা সাদিকুর রহমান।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ এবং যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মাওলানা আব্দুর রব, জনাব আব্দুল হক্ব, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আমীর উদ্দীন, মাওলানা আব্দুল ফাত্তাহ, জনাব মাসুক উদ্দীন, মাওলানা আবুল কাসিম ইসলামপুরী, মাওলানা ওলীউর রহমান, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
ইউনিয়ন যুব জমিয়তের সহ-সভাপতি রায়হান মাহবুব, সাধারণ সম্পাদক মাওলানা তুফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সাদিক বিন মিছবাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, জনাব ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুসাব্বির আহমদ, প্রচার সম্পাদক হাফিজ জয়নুল আবেদীন, রুবেল আহমদ, সুমন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্র জমিয়ত শরীফগঞ্জ ইউনিয়নের সভাপতি মাওলানা এমাদ রায়হান, প্রচার সম্পাদক সাব্বির আহমদ, সাইফুর রহমান, মাসুদ আহমদ, আব্দুর রহিম, দিলু মিয়া, আব্দুস সামাদ, নজরুল ইসলামসহ অসংখ্য ছাত্র কর্মীও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।




