ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সিলেট সোবহানিঘাট মাদ্রাসা হলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় জেলা অধীনস্থ প্রতিটি শাখার নির্ধারিত শতাধিক দায়িত্বশীল অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।
জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদের যৌথ পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানি ও ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী।
কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাজহারী তাঁর বক্তব্যে বলেন:“ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা আদর্শিকভাবে দৃঢ়, নৈতিকতায় অটল এবং দেশ ও দ্বীনের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে গড়ে উঠতে হবে। ইসলামী শিক্ষা ও শুদ্ধ রাজনীতির আলোকে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য প্রত্যেক দায়িত্বশীলকে জ্ঞানার্জন, সংগঠনচর্চা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে।”
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগির ও জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ।
কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও প্রশিক্ষণার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




