বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সিলেট মহানগর বিএনপি
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গাপূজায় নগরীর রামকৃষ্ণ মিশন ও বলরাম জিউর আখড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব শুভেচ্ছা পৌছেদেন।
এসময় কয়েস লোদী বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে মহানগর বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক টিম করে দেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতায় সার্বক্ষণিক পাশে থাকবেন। নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং পাশে আছি ভবিষ্যৎ ও আপনাদের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শুয়েব, মির্জা বেলায়েত হোসেন লিটন, নাদির খান, সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার, দেওয়ান জাকির, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, ক্ষুদ্র ঋণ কুটির শিল্প আবদুস সবুর রাসেল, সহ তথ্য গবেষণা বিষয়ক সুচিত্র চৌধুরী বাবলু, সহ শিল্প বিষয়ক জমজম বাদশা, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, আলী হায়দার মজনু, মুমিন আহমদ, তাঁতীদল জেলা যুগ্ম আহ্বায়ক মুহিব আহমদ, কামরুল হাসান, মোহাম্মদ হানিফ, জেলা যুবদল সহ-সভাপতি মঈন আহমদ, মহানগর যুবদল যুগ্ম সম্পাদক এম এ সালাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রনি পাল প্রমুখ।




